ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
পাংশায় ৪৭ বোতল বিদেশী মদসহ মাদক বিক্রেতা নন্দ সাহা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-১৩ ১৪:৩৯:৩৮

 রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী নন্দন কুমার সাহা ওরফে নন্দ (৪২)কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ই অক্টোবর রাত ১০টার দিকে পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

 এ সময় নন্দ’র বসতবাড়ীর পূজার ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নন্দ নারায়ণপুর এলাকার মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে। 

  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গ্রেফতারকৃত নন্দ দীর্ঘদিন ধরে বিদেশী মদের ব্যবসা করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। 

  এ ঘটনায় গ্রেফতারকৃত নন্দ’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী সেই মোক্তার পাকড়াও
 ফরিদপুর-ভাঙ্গা সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি॥চরম ভোগান্তির কবলে যাত্রী ও চালকরা
সর্বশেষ সংবাদ