ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশা শহরে পূজা মন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-১৪ ১৫:১১:১৭
পাংশায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ভাই ভাই সংঘ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল ১৪ই অক্টোবর রাত ৮টায় পাংশা পৌর শহরের ভাই ভাই সংঘ দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

  পূজামন্ডপ পরিদর্শনকালে সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কর্মকর্তারা। ভাই ভাই সংঘ পূজা মন্ডপের পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে। এতে করে রাজবাড়ী জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বারোপ করেন জেলার শীর্ষ দুই কর্মকর্তা।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী ও পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু।

  অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা পুলিশের ডিআইও ওয়ান ইন্সপেক্টর মোঃ সাইদুর রহমান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাসসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ