ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১০-১৪ ১৫:১২:৪০

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

  রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রেলওয়ে ময়দানে নৌকার আদলে তৈরী করা হয়েছে বিশাল আকৃতির মঞ্চ। পুরো ময়দানে প্যান্ডেল, লাইটিং, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে রাজবাড়ী শহরের প্রধান সড়কসহ জেলার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতাদের সাথে পদপ্রত্যাশী নেতাদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে ফেলা হয়েছে। 

  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিতি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল(অবঃ) ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি। 

  সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। 

  দলীয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রত্যাশী রয়েছেন ৩জন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি। 

  অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীও রয়েছেন ৩জন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু। 

  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী জানান, সম্মেলনে কাউন্সিলর ২০৩ জন ও ডেলিগেট থাকছেন ২০৩ জন। বসার জন্য চেয়ার থাকবে প্রায় ১২হাজার। স্বেচ্ছাসেবক থাকবে ৪৬০ জন। এছাড়াও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। 

কিছু পরিবর্তন এসেছে রাজবাড়ী হাসপাতালের চিকিৎসা সেবায়
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সভা
রাজবাড়ীতে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন॥স্মারকলিপি পেশ
সর্বশেষ সংবাদ