রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে ৮ জন জেলেকে আটক করে ১০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১৬ই অক্টোবর ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এছাড়াও অভিযানকালে আটককৃত জেলেদের কাছ থেকে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য গত ৪ঠা অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে-যা আগামী ২৫শে অক্টোবরে সমাপ্ত হবে। এ সময় ইলিশ আহরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।