ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে অ্যাডভোকেসি সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১০-১৮ ১৪:৪৭:৩৮
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গতকাল ১৮ই অক্টোবর দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে রাজবাড়ীতে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৩০শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর) উপলক্ষে রাজবাড়ীতে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

  রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে গতকাল ১৮ই অক্টোবর দুপুরে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ  ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় রিসোর্স পার্সন হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারগণসহ স্বাস্থ্য কর্মী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, আগামী ৩০শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত ৫-১৬ বছর বয়সী প্রতিটি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ