রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কাজী ইরাদত আলীকে গতকাল ১৯শে অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবর্ধনা জানিয়েছে রাজবাড়ী পৌর আওয়ামী লীগ।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ জেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাবেক সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুষ্পমাল্য, তোড়া ও ক্রেস্ট দিয়ে কাজী ইরাদত আলীকে সংবর্ধনা জানানো হয়।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের পাশাপাশি পৌরসভার ৯টি ওয়ার্ডের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনা জানানোর পাশাপাশি একই অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি, রিক্সা-ভ্যান শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।