ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২১-১০-১৯ ১৪:২৪:৪২
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের আয়োজনে গতকাল ১৯শে অক্টোবর রাজবাড়ীতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার সমন্বয়ে কর্মশালায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের আয়োজনে এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় গতকাল ১৯শে অক্টোবর বেলা সাড়ে ১১টায় রাজবাড়ীতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

  রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বক্তব্য রাখেন।

  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপ-পরিচালক গোলাম মোঃ আজমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সাবেক সিভিল সার্জন ও জেলা বিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রহিম বক্স, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের কনসালটেন্ট ডাঃ সারোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোর সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ী জেলায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবাসহ কিশোরদের মানসিক বিকাশের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এই লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগ কাজ করছে। আজকের কর্মশালায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছেন, যা ভবিষ্যতে কিশোর-কিশোরীদের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে কাজে লাগবে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিশোর-কিশোরীরা মাদক, অনলাইন গেম খেলাসহ বিভিন্ন দিকে আসক্ত হয়ে যাচ্ছে। তাদের এ সকল আসক্তি থেকে মুক্ত করার লক্ষ্যে বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষকসহ সকলকে বিশেষ কাউন্সিলিং করতে হবে। তবেই তাদেরকে আমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারবো।   

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ