ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর খানগঞ্জে ধানে লক্ষ্মীর গু রোগ॥ফলন বিপর্যয়ের আশংকা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১০-২০ ১৫:১৮:০৫

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোর্দ্দদাদপুর গ্রামে সোনালী ফসল ধানে ফলস স্মাট বা লক্ষ্মীর গু ছত্রাক সংক্রমণ দেখা দিয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশংকায় ধানচাষীরা চিন্তিত হয়ে পড়েছে। 

  গতকাল ২০শে অক্টোবর সকালে সরেজমিনে খোর্দ্দদাদপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, হাইব্রিড বিনা-১৭ ও বিনা-৭ জাতের আগাম ধানে এ রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে ধান পাকা শুরু হয়েছে, কিন্তু ফলস স্মাট বা লক্ষ্মীর গু রোগে ধানের শীষ নষ্ট হয়ে গুটির সৃষ্টি হয়েছে। গুটির ভিতরের অংশ হলদে কমলা এবং বহিরাবরণ সবুজ অথবা কালো হয়ে গেছে।

  স্থানীয় কৃষক রাকিবুল হাসান বলেন, আগাম জাতের বিনা-১৭ ও বিনা-৭ জাতের ধানে লক্ষ্মীর গু রোগ দেখা দিয়েছে। কীটনাশক দিয়েও ভাল ফল পাওয়া যাচ্ছে না।

  রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন সেখ জানান, ফলস স্মাট বা লক্ষীর গু ছত্রাকজনিত একটি রোগ। ঘন ঘন বৃষ্টি এবং প্রচন্ড গরমে এ রোগের প্রাদুর্ভাব ঘটে। মাটিতে অধিক নাইট্রোজনের উপস্থিতিও এ রোগের প্রকোপ বাড়ায়। এমিস্টার টপ, নাটিবো-এ জাতীয় ছত্রাক নাশক স্প্রে করলে এটা সাধারণত চলে যায়। তবে ধানের ফুল ফোটার আগে ও পরে একবার বা দুই বার দিলে ভালো প্রতিকার পাওয়া যায়।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ