ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে আ’লীগ নেতা শান্তনু’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-২০ ১৫:২০:০৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২০শে অক্টোবর দুপুরে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

  আলোচনা সভায় কাজী রাকিবুল হোসেন শান্তনু, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোহাম্মদ জহরুল হক, সাংবাদিক এম দেলোয়ার হোসেন, বাবু মল্লিক, মোশারফ হোসেন ও চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

  কাজী রাকিবুল হোসেন শান্তনু তার বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) জীবন ও কর্ম সকল মুসলমানের জন্য অনুসরণীয়। তিনি বিশ্ব মানবতার মুক্তির দূত ছিলেন। একজন মানুষকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিরূপ মন্তব্য করে তাকে নীচে নামানো-এটা ঠিক না। করো নামে বদনাম করে কখনো বড় হওয়া যায় না। আমাদের এগুলো পরিহার করতে হবে। 

  আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল খালেক। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ