ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • আবুল হোসেন
  • ২০২০-০৬-২৩ ১৪:৫১:৪৩
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২৩শে জুন নানা আয়োজনে দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২৩শে জুন নানা আয়োজনে দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 
  এ উপলক্ষে বেলা ১১টায় প্রথমে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  এসব কর্মসূচীতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নূরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি মোস্তফা মুন্সী, গোলজার হোসেন মৃধা, শহিদুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ