ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে এবার ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাগাইড় মাছ
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৬-২৩ ১৪:৫২:৪৩
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গত ২২শে জুন গভীর রাতে জেলে জব্বার মন্ডলের জালে ২৫ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়ে -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মাঝে-মধ্যেই ধরা পড়ছে অনেক বড় আকারের মাছ। 
  এর ধারাবাহিকতায় গত ২২শে জুন দিবাগত গভীর রাতে দৌলতদিয়ার ডাকাত পাড়া এলাকায় পদ্মা নদীতে জব্বার মন্ডল নামে এক জেলের জালে ২৫ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়ে। গতকাল ২৩শে জুন সকালে জেলে জব্বার দৌলতদিয়ার চান্দু শেখ নামে এক  কাছ মাছ ব্যবসায়ীর কাছে ১হাজার ৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করে দেয়। 
  জেলে জব্বার মন্ডল বলেন, দৌলতদিয়ার ডাকাত পাড়া এলাকায় নদীতে বের জাল ফেলার কিছুক্ষণ পর জালটা জোরে ঝাঁকুনি দিলে বুঝতে পারি জালে বড় ধরণের মাছ ধরা পড়েছে।  
  দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু শেখ বলেন, মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি ১১শত টাকা কেজি দরে ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি।

চলতি বছর ২হাজার ৭০০টন ৩৪টি দেশে আম রপ্তানি
রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় উচ্চ ফলনশীল তিলের বাম্পার ফলন
রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা
সর্বশেষ সংবাদ