ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা মালিকের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-২৭ ১৪:৩৮:৫২
পরিবেশ অধিদপ্তরের অভিযানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকার মেসার্স নিউ বিসমিল্লাহ্ ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকার মেসার্স নিউ বিসমিল্লাহ্ ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
  গতকাল ২৭শে অক্টোবর ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাফিউল মাজলু বিন রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, ইট প্রস্তুতের জন্য অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উক্ত ইট ভাটার মালিককে এই জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে মাটি সংগ্রহ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ