ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাটুরিয়া ঘাটে ফেরী ডুবি ঃ পানির নিচে থাকা ১৪টি যানবাহনের অবস্থান নির্ণয়॥তদন্ত কমিটি
  • আবুল হোসেন
  • ২০২১-১০-২৭ ১৪:৫৫:৫৩
পাটুরিয়া ঘাটে গতকাল ২৭শে অক্টোবর সাড়ে ৯টার দিকে পল্টুনে যানবাহন আনলোডের সময় রো-রো ফেরী আমানত শাহ্ কাত হয়ে পড়ে নদীতে ডুবে যায় -মাতৃকণ্ঠ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গতকাল ২৭শে অক্টোবর সাড়ে ৯টার দিকে পল্টুনে যানবাহন আনলোডের সময় রো-রো ফেরী আমানত শাহ্ কাত হয়ে পড়ে নদীতে ডুবে যাওয়ার ঘটনার তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় পৃথক কমিটি গঠন করেছে।
  মানিকগঞ্জ জেলা প্রশাসনের ৪সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের শিবালয় সার্কেলের এএসপি, বিআইডব্লিউসিটি প্রতিনিধি ডিজিএম মোঃ জিল্লুর রহমান ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েছে।
  সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরী ডুবির প্রকৃত কারণ নির্ণয়ের জন্য গঠিত তদন্ত কমিটি ৫দিনের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দিবে।
  অপরদিকে নৌ-পরিবহন মন্ত্রণালয় ৭সদস্য বিশিষ্ট পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
  দুর্ঘটনার পর বিআইডব্লিউসিটি’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবুরীরা ফেরীতে থাকা ১৪টি যানবাহনের অবস্থান নির্ণয় করেছে। এ খবর লেখা পর্যন্ত ১টি মোটর সাইকেল ও ৪টি ট্রাক উপরে টেনে তোলা হয়েছে।
  ফেরীর কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে দৌলতদিয়া থেকে ১৭টি ট্রাক, মোটর সাইকেলসহ অন্যান্য যাহবাহন নিয়ে আমানত শাহ্ পাটুরিয়ার উদ্দেশ্য রওনা দেয়। ফেরী থেকে দু’টি কাভার্ড ভ্যান ও অপর ১টি ট্রাক নেমে আসে। আর একটি ট্রাক নামার চেষ্টার এক পর্যায়ে ফেরীটি পল্টুন থেকে পশ্চিমে নদীর দিকে কাত হতে থাকে। কয়েক মূহুর্তের মধ্যে ফেরী পানিতে পড়ে যায়। এতে ফেরীতে থাকা যানবাহন চালক-শ্রমিক ও যাত্রীদের আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে শিবালয় নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও আরিচা ঘাটে থাকা ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে।
  পাটুরিয়ার ৫নং ফেরী ঘাটের সারেং রেজাউল হোসেন বলেন, ফেরীটি পল্টুনে ভেড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরীতে থাকা যাত্রীরা দ্রুত ঘাটে নেমে পড়েন। অনেকে পানিতে লাফিয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রাকের ভিতরে ড্রাইভার, হেলপার বা আরো কেউ থাকলে তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। কয়েকটি পণ্যবাহী ট্রাক ফেরী থেকে ছিটকে পড়ে পল্টুুনের অদূরে নদীতে ভাসতে দেখা যায়।
  ফেরীতে থাকা একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৩-৭৫০৯) চালক সেলিম মোল্লা বলেন, ফেরীটি মাঝ নদীতে আসার পরই কেমন যেন একদিকে হেলে যায়। পরে পাটুরিয়ার ৫নং ফেরী ঘাটে ভেড়ার পর ৩টি ট্রাক আনলোড হওয়ার পরই ফেরীটির তলায় পানি উঠে নদীতে একদিকে হেলে নদীতে পড়ে। আমার ট্রাকটিও আনলোড করতে পারিনি।
  বেলা ৩টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ফেরীতে থাকা যানবাহনগুলো উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
  জানা গেছে, ফেরী ঘাট এলাকায় নদীতে ১০/১৫ ফুট গভীরতা রয়েছে। পানির স্থর থেকে প্রায় ৩৫ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট এ ফেরীতে ২৮/৩০টি ট্রাক বহনের সক্ষমতা রয়েছে। প্রায় ৩শ টন ওজনের ভারী আকৃতির এ ফেরীতে বাস-কার মিলিয়ে প্রায় ৩০/৩২টি যানবাহন পারাপার করা হয়ে থাকে।
  বিআইডব্লিউসিটি আরিচা সেক্টর ডিজিএম মোঃ জিল্লুর রহমান জানান, হয়তো কোন কারণে ফেরীটি নদীতে থাকতেই পানি উঠছিল। তখন ঘাটে আসতে আসতে নীচে বেশি পানি জমে গেছে। যানবাহন ওঠার সময় একদিক কাত হয়ে তখন ডুবে গেছে। কাত হয়ে থাকা ফেরী উদ্ধারের কৌশল নিয়ে চিন্তা ভাবনা চলছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরীতে থাকা মাল বোঝাই ট্রাক ও অন্যান্য যানবাহনসহ মালপত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
  সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান এবং ইউএনও জেসমিন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ