ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে যুবলীগের সভায় নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-১০-২৮ ১৪:০৮:২৪
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ২৮শে অক্টোবর বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভায় নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানানো হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল ২৮শে অক্টোবর বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওয়ার্ড- ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু’র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও জেলা যুবলীগের সদস্য নূর আহেম্মদ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন। 

  প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন শিকদার বলেন, আগামী ২০শে ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড-ইউনিয়ন যুবলীগের সম্মেলন করাসহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। যুবলীগের কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ