ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাটুরিয়ায় ঘাটে ডুবে যাওয়া ফেরী আমানত শাহ’র ছিল না ফিটনেস॥রেজিস্ট্রেশনও ছিল মেয়াদোত্তীর্ণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২৯ ১৬:১৩:৫৬
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গত ২৭শে অক্টোবর সাড়ে ৯টার দিকে পল্টুনে যানবাহন আনলোডের সময় রো-রো ফেরী আমানত শাহ্ কাত হয়ে পড়ে নদীতে ডুবে যায় -মাতৃকণ্ঠ।

পাটুরিয়া ঘাটে গত ২৭শে অক্টোবর সকালে ডুবে যাওয়া ফেরী আমানত শাহ’র ফিটনেস ছিল না। রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ হয় আরো ১১ বছর আগে।

  অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ অনুযায়ী ফেরীটির নিবন্ধনের মেয়াদ ছিল ৩০ বছর। তবে কর্তৃপক্ষ জানায়, বিশেষ জরিপের মাধ্যমে ৫বছর করে মোট ২বার নিবন্ধনের মেয়াদ বাড়ানো যায়। কিন্তু ডুবে যাওয়া রো-রো ফেরী আমানত শাহর এই বিশেষ জরিপে নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছিল কি-না তা বলতে পারেনি কর্তৃপক্ষ। তবে একটি বিষয় স্পষ্ট ৪০ বছরের বেশী সময় কোনভাবেই কোন নৌযান চলাচল করার ক্ষমতা রাখে না। সে ক্ষেত্রে ফেরীটি ফিটনেস বিহীন অবৈধভাবে চলাচল করছিল। 

  অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের(বিআইডব্লিউটিসি) নৌযানের তালিকা অনুযায়ী ডুবে যাওয়া আমানত শাহ ফেরীটি ১৯৮০ সালে তৈরি। সেই হিসাব অনুযায়ী ফেরীটির বয়স এখন ৪১ বছর চলছে। ফেরীটির একসাথে ৩৩৫ জন যাত্রী ও ২৫টি যানবাহন বহন করার ক্ষমতা রয়েছে। ফেরীটির ওজন ৪৮০ টন এবং ঘণ্টায় সর্বোচ্চ ১০.২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

  বিআইডব্লিউটিসি’র কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাটুরিয়া ঘাটে ফেরীটি ডুবে যাওয়ার সময় তাতে ১৭টি পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান ও কয়েকটি মোটর সাইকেল ছিল। ডুবে যাওয়ার আগে ৩টি ট্রাক নেমে যেতে সক্ষম হয়। পরে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় নৌ-বাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসির যৌথ উদ্ধার অভিযানে গত ২৮শে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ২ দিনে ১০টি ট্রাক-কাভার্ড ভ্যান ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এখনও ডুবে যাওয়া ফেরীটির মধ্যে ৪টি ট্রাক রয়েছে বলে উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ঢাকা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোকাররম হোসেন জানিয়েছেন।

  এদিকে গতকাল ২৯শে অক্টোবর তৃতীয় দিনের মতো সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মোঃ শাজাহান নিশ্চিত করেছেন। এদিন আরো ১টি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রত্যয় নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ আসার কথা থাকলেও এখনো সেটি এসে পৌঁঁছেনি। এছাড়া রোস্তম নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ