ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ভোক্তা অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে সেমিনার অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১১-০৩ ১৫:৪৭:৪৫
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ৩রা নভেম্বর রাাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে সেমিনারে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 
  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার দিলীপ কুমার কর, অন্যান্যর মধ্যে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক মোঃ আক্কাস আলী ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। 
  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম।
  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

 

 মহান মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী
বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ