রাজবাড়ী থানা পুলিশের আয়োজনে গতকাল ৬ই নভেম্বর বিকালে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের তালতলা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী (ভিপি সিরাজ), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো রাখা যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তারা মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণসহ এ সকল কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে উল্লেখ করেন।