র্যাবের পৃথক অভিযানে ফরিদপুরের নগরকান্দা ও কুষ্টিয়া সদর থেকে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৮০ পিস ইয়াবা, ২৯৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ই নভেম্বর বিকালে ও রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে ফরিদপুর-গোপালগঞ্জ মহাসড়কের নগরকান্দা থানাধীন জয় বাংলা মোড় এবং কুষ্টিয়া সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-পিরোজপুর জেলা সদরের উত্তর নামাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মারুফ হোসেন (২৪) ও হরিণা গাজীপুর গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে ফিরোজ ফকির (৩৫) এবং কুষ্টিয়া জেলা সদরের চৌড়হাস গ্রামের মৃত আফতাব আলীর ছেলে আরিফুল আসলাম (৩২) ও চৌড়হাস ফুলতলা গ্রামের আজাদ সরদারের ছেলে কামিনী সরদার (৪০)। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের নগরকান্দা ও কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।