ঢাকা শুক্রবার, জুলাই ৪, ২০২৫
র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-৪
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০৭ ১৩:৩৩:০৫
পৃথক অভিযানে ফরিদপুরের নগরকান্দা ও কুষ্টিয়া সদর থেকে থেকে ৩ হাজার ২৮০ পিস ইয়াবা, ২৯৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -মাতৃকণ্ঠ।

র‌্যাবের পৃথক অভিযানে ফরিদপুরের নগরকান্দা ও কুষ্টিয়া সদর থেকে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 
   এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৮০ পিস ইয়াবা, ২৯৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ই নভেম্বর বিকালে ও রাতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে ফরিদপুর-গোপালগঞ্জ মহাসড়কের নগরকান্দা থানাধীন জয় বাংলা মোড় এবং কুষ্টিয়া সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-পিরোজপুর জেলা সদরের উত্তর নামাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মারুফ হোসেন (২৪) ও হরিণা গাজীপুর গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে ফিরোজ ফকির (৩৫) এবং কুষ্টিয়া জেলা সদরের চৌড়হাস গ্রামের মৃত আফতাব আলীর ছেলে আরিফুল আসলাম (৩২) ও চৌড়হাস ফুলতলা গ্রামের আজাদ সরদারের ছেলে কামিনী সরদার (৪০)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের নগরকান্দা ও কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কমিটি পুনর্গঠন
চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ কারাগারে
সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
সর্বশেষ সংবাদ