পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর আবারও ব্যাপক যানজটের কবলে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা। নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
গতকাল ৯ই নভেম্বর সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানসহ প্রায় ৫শত যানবাহন আটকে রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো ২৪ ঘণ্টায়ও নদী পার হতে পারছে না।
কামরুল শেখ নামে একজন কাভার্ড ভ্যান চালক বলেন, গত রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি। এখনও সামনে ১৫০-২০০’র মতো গাড়ী রয়েছে। কখন ফেরীতে উঠতে পারবো জানি না। এ রকম দুর্ভোগ আমাদেরকে প্রতিনিয়ত পোহাতে হয়।
যশোর থেকে ঢাকাগামী একটি বাসের নারী যাত্রী বলেন, রাত ১টার দিকে ঘাটে এসে ফেরীর জন্য অপেক্ষায় রয়েছি। আরও কত সময় বসে থাকতে হবে-জানি না। এমন দুর্ভোগে প্রায়ই পড়তে হয়।
এদিকে দৌলতদিয়া ঘাটের উপর চাপ কমাতে বরাবরের মতো গোয়ালন্দ মোড় এলাকায় আরও কয়েকশত অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সেগুলোর চালক-শ্রমিকদেরও একইভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন জানান, নদীতে নাব্যতা সংকটের পাশাপাশি ফেরী ও ঘাট সংকটের কারণে ঘাট এলাকায় প্রতিনিয়ত কিছু যানবাহন আটকা থাকে। তবে নাব্যতার সংকট নিরসনে ড্রেজিং করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরী চলাচল করছে।