ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১১-১৪ ১৩:৩৯:৪১
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে গতকাল ১৪ই নভেম্বর সকালে গোয়ালন্দের পৌর জামতলা বাজার এলাকা থেকে ২৫ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 
   গতকাল ১৪ই নভেম্বর সকালে গোয়ালন্দের পৌর জামতলা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক গ্রামের মৃত মুকন কাজীর ছেলে কাজী রুহুল আমিন (৩০) ও একই উপজেলার কাশিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রবিউল মোল্লা (৩০)।
   গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে আড়াই গ্রাম ওজনের ২৫ পুরিয়া হেরোইন ও ১টি অ্যাপাচি মোটর সাইকেলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ