ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আমিরাত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-০৫-১০ ১২:৫৩:৫৫

করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 
  আবুধাবীস্থ বাংলাদেশের দূতাবাস ও দুবাইস্থ কনস্যুলেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠনের সহায়তায় এই খাদ্য সামগ্রী অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সহায়তায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন প্রসাস (প্রবাসী সাংবাদিক সমিতি) এর নেতৃবৃন্দ গত ৮ই মে দুবাইয়ের নাখিল এলাকায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
  এ সময় প্রসাস-এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক নুরুল্লাহ খান, ওবায়দুল হক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ