ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
পাংশার র‌্যাবের অভিযানে ২০০ বোতল ফেনসিডিল-২ কেজি গাঁজা ২জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-২০ ১৩:২৯:২৫
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১৯শে নভেম্বর বিকালে পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 

  গত ১৯শে নভেম্বর বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন হরিণগাছী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম(২২) এবং একই থানাধীন নাটনাপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সুরুজ ইসলাম(২০)। 

   র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মাদকের চালানটি হস্তান্তরের জন্য ওই এলাকায় অবস্থান করছিল।  

  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজবাড়ীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে পাংশা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ