ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
ডিবি’র অভিযানে দৌলতদিয়া থেকে ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১১-২১ ১৩:৩৩:০৫
রাজবাড়ী ডিবি’র অভিযানে গত ১৯শে নভেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী ডিবি’র অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

  গত ১৯শে নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া দক্ষিণপাড়া গ্রামের ইমান আলী মোল্লার ছেলে সুমন মোল্লা(২৫) ও কালাম মিয়ার ছেলে রাজু মিয়া(২০)।

  ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে পেটের ভিতরে করে ইয়াবার চালান নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ