ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
প্রচারণায় ব্যস্ত বালিয়াকান্দির ইসলামপুর ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী হান্নান
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১১-২৩ ১৪:০৪:৩৫
আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মোল্লা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন -মাতৃকণ্ঠ।

তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মোল্লা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 
  সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি হাট-বাজারে গণসংযোগসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আব্দুল হান্নান মোল্লা বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 
  এ ব্যাপারে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দলের সাথে থাকায় জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আশা করি ইসলামপুর ইউনিয়নবাসী উন্নয়ন-অগ্রগতির স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ