ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে এতিম শিশুদের মাসব্যাপী খাবার খাওয়ানোর কার্যক্রম
  • শেখ মামুন
  • ২০২১-১১-২৬ ১৩:১০:৩৮
বাংলাদেশের ৮৮টি চ্যারিটি ফোরামের আয়োজনে রাজবাড়ীতে মাসব্যাপী এতিম শিশুদের খাবার খাওয়ানো কার্যক্রম চলছে -মাতৃকণ্ঠ।

 বাংলাদেশের ৮৮টি (পূর্ব নাম সারা বাংলা ৮৮) চ্যারিটি ফোরামের আয়োজনে রাজবাড়ীতে মাসব্যাপী এতিম শিশুদের খাবার খাওয়ানো কার্যক্রম চলছে। 

 গত ১লা নভেম্বর থেকে সংগঠনের রাজবাড়ী জেলা প্যানেলের তত্ত্বাবধানে রাজবাড়ী পুলিশ লাইন্স সংলগ্ন ক্কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অর্ধ-শতাধিক এতিম শিশুকে প্রতিদিন ৩ বেলায় উন্নতমানের খাবার খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের রাজবাড়ী জেলা প্যানেলের কো-অর্ডিনেটর মাশফিফা জামান সাফিসহ অন্যান্য সদস্যবৃন্দ, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত এই খাবার খাওয়ানোর কার্যক্রম চলবে।

  সংগঠনের রাজবাড়ী জেলা প্যানেলের কো-অর্ডিনেটর মাশফিফা জামান সাফি জানান, বাংলাদেশ ৮৮টি চ্যারিটি ফোরামের আয়োজনে রাজবাড়ীসহ দেশের ১০টি জেলায় একযোগে নভেম্বর মাসব্যাপী এতিম শিশুদের খাবার খাওয়ানোর কার্যক্রম চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুনামধন্য একটি শিল্প প্রতিষ্ঠান এই মহতী কার্যক্রমে অর্থায়ন করছে। তাদের সংগঠনটি দেশের কল্যাণে জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা এ কার্যক্রমে আর্থিক সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ