ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
র‌্যাবের অভিযানে ৫ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-২৬ ১৩:১২:৪২
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে গতকাল ২৬শে নভেম্বর আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৫জন সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় -মাতৃকণ্ঠ।

ফরিদপুরে র‌্যাবের অভিযানে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৫জন সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। 

  র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যে ভিত্তিতে গতকাল ২৬শে নভেম্বর প্রথমে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ধুলদী বাজার এলাকা থেকে মোটর সাইকেল চোর চক্রের ২জন সদস্য কাওসার মোল্লা(২৭) ও ইয়াকুব মাতুব্বর (২৩)কে গ্রেফতার করা হয়। 

  গ্রেফতারকৃত কাওসার মোল্লা রাজবাড়ী সদর উপজেলার চরশ্যামনগর গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে এবং ইয়াকুব মাতুব্বর ফরিদপুরের কোতয়ালী থানাধীন ফুরসা গ্রামের শহিদ মাতুব্বরের ছেলে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফুরসা গ্রামে অভিযান চালিয়ে ফরিদপুরের সালথা থানাধীন বালিয়াগট্টি গ্রামের আকুব্বর মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর(২৫) ও হাবিব ফকিরের ছেলে আব্দুল্লাহ ফকির (২০)কে এবং ফরিদপুরের ভাঙ্গা থানাধীন পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহজাহান মোল্লার ছেলে রাহাত মোল্লা (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বল্প মূল্যে বিক্রির লোভনীয় অফার দিয়ে সাধারণ মানুষের কাছে চোরাই মোটর সাইকেল বিক্রি করে দিত। 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ