ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
ফরিদপুরের চর ভদ্রাসনে শুরু হয়েছে পদ্মার ভাঙ্গন
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৬-২৭ ১৪:২১:৩৩
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গন শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গন শুরু হয়েছে। গত দুই দিনে উপজেলার সবুল্ল্যা শিকদারডাঙ্গী গ্রামের ২টি বসতবাড়ীসহ ১০ একর ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকীর মুখে রয়েছে সবুল্ল্যা শিকদারডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়। 
  গতকাল ২৭শে জুন সকালে সরেজমিনে ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার নদী ভাঙ্গনের মুখে থাকা পরিবারগুলোর চোখে-মুখে উদ্বেগ-উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। 
  ওই এলাকার বসতভিটা হারানো লিটন শেখ(৪০) বলেন, ‘গত রাতে বাড়ীর আশপাশে তীব্র ভাঙ্গন শুরু হলে লোকজন ডেকে এনে দ্রুত বসত ঘরটি ভেঙ্গে রাস্তার পাশে রেখেছি। এখন এই পৃথিবীতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করার মতো এক টুকরো জমিও আমার নেই।’ স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘গত বছর পদ্মার ভাঙ্গন দেখা দিলে স্কুলটি রক্ষার জন্য বালুভর্তি কিছু জিও ব্যাগ ফেলা হয়েছিল। গত দু’দিনের তীব্র ভাঙ্গনে সেই জিও ব্যাগগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় স্কুলটি হুমকীর মুখে রয়েছে।’ 
  চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, ‘ওই এলাকায় নদী ভাঙ্গন দেখা দেওয়ার পর আমি পরিদর্শন করেছি এবং স্থানীয় এমপিসহ পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি।’ 
  চরভদ্রাসন উপজেলার দায়িত্বে থাকা ফরিদপুর পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী আলতাফ হোসেন জানান, ‘ওই এলাকার ভাঙ্গন প্রতিরোধে কাজ করার জন্য ইতিমধ্যে প্রস্তাবনা তৈরী করে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ