ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
ইউপি নির্বাচন উপলক্ষ্যে কালুখালী-বালিয়াকান্দিতে যানবাহন নৌযান চলাচল ও অস্ত্র বহনের নিষেধাজ্ঞা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-২৬ ১৩:১৩:৫১
তৃতীয় ধাপে আগামীকাল ২৮শে নভেম্বর রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে যানবাহন ও নৌ-যান চলাচল এবং বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে জেলা ম্যাজিস্ট্রেট -মাতৃকণ্ঠ।

তৃতীয় ধাপে আগামীকাল ২৮শে নভেম্বর রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ৭টি করে মোট ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

  এ উপলক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার নির্দেশনা/আদেশ মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে যানবাহন ও নৌ-যান চলাচল এবং বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারী করে রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) দিলসাদ বেগম কর্তৃক পৃথক গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। 

  যানবাহন চলাচল নিষেধাজ্ঞা ঃ যানবাহন চলাচল নিষেধাজ্ঞার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৭শে নভেম্বর দিবাগত ১২.০০টা হতে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৮শে নভেম্বর মধ্যরাত ১২.০০টা পর্যন্ত বেবী ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও জিপ চলাচলের উপর এবং ২৬শে নভেম্বর দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ২৯শে নভেম্বর মধ্যরাত ১২.০০টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষক, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন এবং জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। 

  নৌ-যান চলাচল নিষেধাজ্ঞা ঃ নৌ-যান চলাচল নিষেধাজ্ঞার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৭শে নভেম্বর দিবাগত ১২.০০টা হতে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৮শে নভেম্বর মধ্যরাত ১২.০০টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌ-যান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান ব্যতীত) ও স্পীড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

  অস্ত্র বহন ও প্রদর্শন নিষেধাজ্ঞা ঃ অস্ত্র বহন ও প্রদর্শন নিষেধাজ্ঞার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের পূর্ববর্তী ৭দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরবর্তী ৫ দিনসহ মোট ১৩ দিন অস্ত্রের লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে দি আর্মস অ্যাক্ট, ১৯৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ