ভারত সেদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করেছে যাতে বাংলাদেশী নাগরিকরা বিমানবন্দরে পৌঁছার পর অতিরিক্ত কোন ব্যবস্থা গ্রহণ করা ছাড়াই সেদেশে প্রবেশ করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন অবহিত করেছে যে, ভারতের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা হয়েছে।’
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, কোভিড-১৯ টেস্ট করার পর এবং বিমানবন্দরে অন এ্যারাইভ্যাল যাত্রীদের ক্ষেত্রে বাড়তি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যমান তাদের তালিকা বাংলাদেশের নাম বাদ দেয়া হয়েছে।
হাইকমিশন আরো জানিয়েছে, ভারতে প্রবেশের জন্য অন এ্যারাইভাল যাত্রীদের ক্ষেত্রে যেসব দেশের জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশসমূহ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিংগাপুর, হংকং ও ইজরাইল।