ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০২ ১৫:০৭:০১
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ২রা ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

  উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ২রা ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা কোর্ট চত্ত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।

  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ ফকির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ‘অচেনা পথে’ ও ‘টুটুল স্মৃতি সংসদ’ পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ