ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-০৩ ১৩:৩৭:৩০

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৩রা ডিসেম্বর বিকেলে সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

  সভায় সাংবাদিক শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান(দাদাভাই)’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

  পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী শেখ, সন্ধ্যা রানী কুন্ডু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

  সভায় সাংবাদিক, শিশু সাহিত্যিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান(দাদাভাই), পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য গবেষক অধ্যাপক আবুল হোসেন মল্লিক ও মুক্তকলম সাহিত্য পরিষদের সাবেক সভাপতি কবি আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দার।

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ