ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-০৩ ১৩:৩৭:৩০

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৩রা ডিসেম্বর বিকেলে সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

  সভায় সাংবাদিক শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান(দাদাভাই)’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

  পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী শেখ, সন্ধ্যা রানী কুন্ডু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

  সভায় সাংবাদিক, শিশু সাহিত্যিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান(দাদাভাই), পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য গবেষক অধ্যাপক আবুল হোসেন মল্লিক ও মুক্তকলম সাহিত্য পরিষদের সাবেক সভাপতি কবি আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দার।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ