ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
করোনায় মৃত্যুর জন্য জর্ডানের সরকারী হাসপাতালের পরিচালকের ৩বছরের জেল
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২১-১২-০৫ ১৬:০২:২৬

হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে ১০জন করোনা রোগীর মৃত্যুর ঘটনায় জর্দানের একটি আদালত গতকাল রবিবার একটি রাষ্ট্রায়ত্ত হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদন্ডের রায় দিয়েছে।
  সল্ট স্টেট হাসপাতালের পরিচালক আবদেল রাজাক আল-খাশমান ও তার চার সহযোগীকে হাসপাতালের অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে রোগীর মৃত্যুর ঘটনার জন্য দোষী সাব্যস্ত করা হয়।
  এএফপির একজন সংবাদদাতা আদালতের রায়ের বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আপিল করা যাবে বলে জানিয়েছেন।
  চলতি বছরের মার্চ মাসের ওই ঘটনা জর্দানে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। এর জেরে স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবায়দাত পদত্যাগে বাধ্য হন।
  ঘটনার পর কয়েক শ মানুষ হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। পরে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত হাসপাতালটি পরিদর্শন করেন।
 

ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা বললেন ড. ইউনূস
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত
সর্বশেষ সংবাদ