ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বালিয়াকান্দিতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-০৭ ১৩:১৩:৫৫
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল ৭ই ডিসেম্বর বালিয়াকান্দিতে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১১ই ডিসেম্বর-১৪ই ডিসেম্বর) উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ৭ই ডিসেম্বর সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অরুন্থিয়া সোমা প্রমুখ বক্তব্য রাখেন।

  সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোকে কেন্দ্র করে কেউ কোন গুজবে কান দিবেন না। যেকোন প্রয়োজনে আমাদেরকে জানাবেন। দেশের জাতীয় এই ক্যাম্পেইনকে আমরা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবো।

  উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ জন্য শিশুদেরকে সুস্থ রাখতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। 

  বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ক্যাম্পেইনের সময় কোথাও কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরী হলে পুলিশকে জানাবেন। পুলিশ শান্তি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ