ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ ঘন্টা ফেরী চলাচল বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০৮ ১৩:৪৬:৫৪
ঘন কুয়াশার কারণে গত ৭ই ডিসেম্বর দিনগত রাত দেড়টা থেকে গতকাল ৮ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ ছিল -মাতৃকণ্ঠ।

ঘন কুয়াশার কারণে গত ৭ই ডিসেম্বর দিনগত রাত দেড়টা থেকে গতকাল ৮ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ ছিল। 
  দীর্ঘ সময় ফেরী বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে মসাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সহস্রাধিত যানবাহন আটকা পড়ে। এতে কনকনে শীতের মধ্যে যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়। 
   জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহজালাল নামের ২টি ফেরী মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরী চলাচল স্বাভাবিক হয়।
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ জামাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত হতে ফেরী চলাচল চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরী বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়।  

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ