ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী আয়কর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন॥ইউসুফ সভাপতি ও নাজির সেক্রেটারী নির্বাচিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১১ ১৩:১৭:৪৭

রাজবাড়ী আয়কর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  
   গতকাল ১১ই ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ী আয়কর বার ভবনে নির্বাচনের ভোট গ্রহণের পর গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির ১২টি পদের মধ্যে সভাপতি পদে আয়কর আইনজীবী মোঃ ইউসুফ খান এবং সাধারণ সম্পাদক পদে এডঃ শেখ মুহাম্মদ নাজিরুল ইসলাম (নাজির) নির্বাচিত হন। সমিতির ২৭ জন সদস্য ভোটারের মধ্যে ২৫ জন ভোট দেন। অন্য ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে এডঃ মোঃ আহাদুল ইসলাম মিয়া রতন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং এডঃ মোঃ আজিজুল ইসলাম টিটু খান ও এডঃ আব্দুল হাকিম খান রিপন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
   উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ঃ সহ-সভাপতি পদে (২ জন) এডঃ মোঃ আরিফ উদ্দিন খান দিপু ও আয়কর আইনজীবী মোঃ শওকত সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে (২ জন) এডঃ আব্দুর রব খোকন ও আয়কর আইনজীবী সঞ্জয় কুমার মজুমদার, কোষাধ্যক্ষ পদে এডঃ মনোয়ারা খাতুন রানু, ক্রীড়া, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক পদে এডঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক পদে আয়কর আইনজীবী মোঃ সাজ্জাদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য পদে (৩ জন) আয়কর আইনজীবী এম.এ সামাদ, এডঃ মোহাম্মদ মাসুদুর রশীদ ও এডঃ মুহাম্মদ রোকনুজ্জামান।          

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ