রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সম্পাদক কমরেড কাইয়ুম খানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
গত ৯ই ডিসেম্বর উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে এ উপলক্ষে প্রয়াত কমরেড কাইয়ুম খানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড শাহাদত হোসেন সভাপতিত্ব করেন। প্রয়াত কমরেড কাইয়ুম খানের পারিবারিক লোকজন, ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।