ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নতুন সভাপতি বাবুল চৌধুরী
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-১৩ ১৩:১৪:৪৪

পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নওশাদ আলী চৌধুরী(বাবুল চৌধুরী)। 

  গত ১২ই ডিসেম্বর বিদ্যাপীঠে এ সংক্রান্ত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

  জানা যায়, তৎকালীন কোহিনূর সম্পাদক রওশন আলী চৌধুরী, সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী ও আওলাদ আলী চৌধুরীরা তিন ভাই। এদের মধ্যে আওলাদ আলী চৌধুরীর ছেলে আমজাদ আলী চৌধুরী। আমজাদ আলী চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হলেন নওশাদ আলী চৌধুরী (বাবুল চৌধুরী)। ৭২ বছর বয়সের প্রবীণ ব্যক্তিত্ব বাবুল চৌধুরী পাংশা পৌর শহরের ৪নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্য, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

  গত রবিবার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। সভায় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নবনির্বাচিত সভাপতি বাবুল চৌধুরী বলেন, একজন খ্যাতিমান ব্যক্তির নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির সুনাম সর্বজনবিদিত। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যাপীঠ শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভূমিকা রেখে চলেছে।

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ