ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মোটর সাইকেলে ঢাকায় ফিরছে যাত্রীরা !
  • সোহেল মিয়া
  • ২০২০-০৫-১০ ১২:৫৭:৪৪

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। সেই সাথে বন্ধ রয়েছে গণপরিবহন। কিন্তু গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের যাতায়াত। ব্যক্তিগত মোটর সাইকেল হয়ে উঠেছে অনেকেরই যাতায়তের মূল বাহন। মোটর সাইকেলে যাতায়াতের ঝুঁকি কথা জেনেও নিরূপায় হয়ে তাদেরকে পৌঁছাতে হচ্ছে গৌন্তব্যে। অনেকেই আবার জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে সপরিবারে। 
  গতকাল ৯ই মে বিকালে এমনই চিত্র চোখে পড়ে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যাতাযাতের প্রধান মাধ্যম রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাটে। 
  ঘাট এলাকা ঘুরে জানা যায়, ভোর থেকেই ঢাকামুখী কর্মজীবী মানুষের চাপ রয়েছে। করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা চরম বিপাকে পড়েছে তারা। কিন্তু চাকুরী বাঁচানোর জন্য তাদেরকে কর্মস্থলে যেতেই হচ্ছে। তাই নিরূপায় হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে মোটর সাইকেলে। অনেকেই আবার সপরিবারে ছুটছে। শত শত কিলোমিটার পথ এভাবেই তাদেরকে ছুটে চলতে হচ্ছে। 
  মাগুরা থেকে আসা মোটর সাইকেল চালক রাব্বী মিয়া বলেন, ঢাকাতে যেতেই হবে। কিন্তু রাস্তায় কোন গণপরিবহন নেই। তাই নিজের মোটর সাইকেলটা নিয়েই যাচ্ছি। 
  মোটর সাইকেলে ঢাকা যাওয়া আরেক দম্পতি বলেন, আমরা জানি এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকির। তারপরও আমাদেরকে যেতেই হচ্ছে। গণপরিবহন খোলা থাকলে এই ঝুঁকিটা নিতাম না।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ