ঢাকা শনিবার, মে ২৪, ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের আলোক পদযাত্রা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-১৪ ১৩:৩৯:০২
রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোক পদযাত্রা শহরের বড়পুল থেকে মোমবাতি হাতে নিয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে আলোক প্রজ্বলনের মাধ্

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরাম (আরএসসিএফ) এর উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আলোক পদযাত্রায় রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের সদস্যবৃন্দ এবং রাজবাড়ীর বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আরএসসিএফ এর সাধারণ সম্পাদক নিলয় সাহার নেতৃত্বে আলোক পদযাত্রা শহরের বড়পুল থেকে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে আলোক প্রজ্বলনের মাধ্যমে শেষ হয়। 

রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক নিলয় সাহা জানান, একাত্তরের ১৪ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে এবং জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে বাড়াতেই এই আলোক পদযাত্রার আয়োজন করেছে আরএসসিএফ। মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আরএসসিএফ আগামীতে আরো সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

রেলগেট শহীদ স্মৃতি চত্বরে আলোক পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, মুক্তিযুদ্ধকালীন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কারুল হাসান লালী।

এছাড়াও আলোক পদযাত্রায় উপস্থিত ছিলেন আরএসসিএফ এর প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপদেষ্টা আহসান হাবীব হাসু, ফারুক উদ্দীন এবং সমাজকর্মী রাবেয়া লিপি। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ