ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
গোয়ালন্দে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-১৪ ১৩:৪৪:৪৪
গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গতকাল ১৪ই ডিসেম্বর বিকালে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

   এ উপলক্ষ্যে গতকাল ১৪ই ডিসেম্বর সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে নির্মিত শহীদ মিনার। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। এরপর বিকালে দিবসটি উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, আলোচক হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ােদওয়ান তোফায়েল হোসেন। সন্ধ্যায় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ