ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
সাত বছরের শিশু আসিফের সাথে সৎ মা-বাবার নির্মমতা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-১২-১৭ ১৩:৫৩:৪৬

সাত বছরের শিশু আসিফের মা ক্যান্সারে মারা গেছে মাত্র ৬ মাস আগে। এরপর বাবা আরেকটি বিয়ে করে। কিন্তু সৎ মা এসে আসিফকে মেনে নিতে পারেনি। তাই ঢাকা থেকে তাকে ফরিদপুরের সালথা উপজেলায় এনে ফেলে যাওয়া হয়েছে। বর্তমানে সে সালথা থানায় আশ্রিত রয়েছে। 

  আসিফ জানায়, তার বাবার নাম রেজাউল। মায়ের নাম আসমা বেগম। ঢাকার মিরপুর ১২ নম্বর বালুর মাঠ মন্দিরের পাশে তারা থাকতো। তার নানা বাড়ী রংপুরে। ৬ মাস আগে ফুসফুস ক্যান্সারে মা মারা গেলে বাবা আবার বিয়ে করে। নতুন মা আসার পরে তার কষ্টের জীবনের শুরু হয়। নতুন মা তাকে নানাভাবে কষ্ট দিতো। তার কথামতো বাবা তাকে বাসে করে এনে এখানে ফেলে যায়।

  সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সুমন নামে একজন আসিফকে উদ্ধার করে প্রথমে তার বাড়ীতে নিয়ে যায়। পরে সালথা থানায় হস্তান্তর করে। 

  সালথা থানার ওসি মোঃ আশিকুজ্জামান বলেন, শিশুটির জীবনের করুণ কাহিনী শুনে আমি আপাতত ওর দায়িত্ব নিয়েছি। থানায়ই থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির একটা ব্যবস্থার পাশাপাশি অভিভাবকদের সন্ধান করবো। 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ