ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে
  • হেলাল মাহমুদ
  • ২০২১-১২-১৮ ১৩:৫২:২৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে এখন পাঙ্গাশ, কাতল, রুই, বোয়াল, ঢাই ও চিতলসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে। 
  জেলে বিকাশ হালদার বলেন, এখনকার শুষ্ক মৌসুমে পদ্মা নদী থেকে প্রচুর মাছ ধরা পড়লেও তাদেরকে অপেক্ষাকৃত কম দামেই মাছগুলো বিক্রি করে দিতে হয়। ফেরী ঘাটের মাছ ব্যবসায়ীরা মাছগুলো কিনে নিয়ে বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করে। এর ফলে তাদের খুব একটা লাভ হচ্ছে না। 
  দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী গোকুল চন্দ্র বলেন, পদ্মা নদী থেকে এখন বিভিন্ন প্রজাতির মাছ ভালোই ধরা পড়ছে। এর পাশাপাশি খাল-বিল ও নদীর কোল থেকেও কৈ, বাইম, টাকি, শোল, খলশে, পুঁটিসহ দেশী প্রজাতির অনেক মাছ পাওয়া যাচ্ছে। 
  দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাট এলাকার মাছের আড়তদার চান্দু মোল্লা বলেন, পদ্মায় বেশী মাছ ধরা পড়লেও এখন আর মাছ ব্যবসায় তেমন একটা লাভ নেই। কারণ অনেকেই এখন এ পেশার সাথে জড়িত হয়েছেন। আমরা জেলেদের কাছ থেকে মাছ কিনে বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করে থাকি। 

 

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ