রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১৯শে ডিসেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীস্থ মীর মশাররফ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসির, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, বালিয়াকান্দির সভাপতি মুন্সী আমীর আলী, সাধারণ সম্পাদক অরবিন্দু মজুমদার, উপদেষ্টা এস এম দাউদ খান, ইঞ্জিনিয়ার আজিমুদ্দিন, নারায়ণ দেবনাথ ও চৌধুরী রফিকুন্নবী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স চত্ত্বরে মিলাদ ও দোয়া মাহফিল এবং বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরীতে মীর মশাররফ হোসেনের জীবনালেখ্যের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেন-যার মধ্যে বসন্ত কুমারী, জমিদার দর্পণ, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, গাজী মিয়ার বস্তানী, বাঁধা খাতা, নিয়তি, তহমিনা প্রভৃতি উল্লেখযোগ্য।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    