রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে গতকাল ১৯শে ডিসেম্বর ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ১টি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকটিতে থাকা ড্রাইভার-হেলপারের কোন ক্ষতি না হলেও কিছু ধানের বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে। পরে ক্রেন দিয়ে ট্রাকটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়। ট্রাকটির হেলপার মোঃ বাবু জানায়, তারা পটুয়াখালী থেকে ২৩০ বস্তা ধান নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিল।