ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মিলনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-২০ ১৪:৩৪:৫৩
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলনের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা গতকাল ২০শে ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলনের নির্বাচনী পথসভা গতকাল ২০শে ডিসেম্বর সন্ধ্যায় আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নৌকার নির্বাচনী অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

  পথসভায় নৌকার চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, এডঃ মোস্তফা কবীর ও জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। 

  পথসভায় বক্তাগণ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে তাল মিলিয়ে আলীপুর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। একমাত্র নৌকাই পারবে গ্রামকে শহরে উন্নীত করার প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে। মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলন চেয়ারম্যান নির্বাচিত হলে আলীপুর ইউনিয়নবাসী শান্তিতে থাকতে পারবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। 

  নৌকার প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলন বলেন, ‘ইতিপূর্বে আমি সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করেছি। নির্বাচিত হলে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।’ 

  পথসভা শেষে নৌকার সমর্থনে নির্বাচনী মিছিল বের হয়ে আলাদীপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে।      

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ