রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরদারের কর্মীদের হামলায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হাসান প্লাবন (২৭)সহ ৫/৬ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে রিয়াদ হাসান প্লাবন ও নৌকার কর্মী মোহাম্মদ আলী হেকো (৪৫)কে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ২০শে ডিসেম্বর দুপুরে বসন্তপুর ইউনিয়নের বড় ভবাণীপুর গ্রামের ফকীর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রিয়াদ হাসান প্লাবন (২৭) জানান, তারা প্রায় ২০ জন কয়েকটি মোটর সাইকেল নিয়ে উদয়পুর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফিরছিলেন। বড় ভবাণীপুর গ্রামের ফকীর বাড়ীর সামনে রাস্তার উপর পৌঁছালে মোটর সাইকেল প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরদারসহ তাদের শতাধিক কর্মী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তিনিসহ ৫/৬ জন আহত হন এবং তাদের ৪/৫টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। তাকে লাঠিপেটা করাসহ মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে এবং তাদের কর্মী মোহাম্মদ আলী হেকো’কে হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
মোহাম্মদ আলী হেকো বলেন, জাকির সরদারের উপস্থিতিতে তার কর্মীরা তাদের উপর হামলা চালায়। ৪/৫ জন তাকে ঘিরে ধরে রড দিয়ে এলোপাতাড়ীভাবে পেটানোসহ মাথায় আঘাত করে জখম করে। জীবন বাঁচাতে তিনি কোনরকমে গায়ের জ্যাকেট খুলে দৌড়ে পালান।
শামীম শেখ নামে নৌকার আরেক কর্মী বলেন, আমরা কয়েকটি মোটর সাইকেলযোগে উদয়পুরে নৌকার প্রচারণা চালাতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে বড় ভবাণীপুর গ্রামের ফকীর বাড়ীর সামনে জাকির সরদারের লোকজনকে খিচুড়ি খেতে দেখি। আমরা সেখানে নৌকা নৌকা করার সময় আমাদের উপর হামলা করা হয়।
অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন সরদার বলেন, আমরা পায়ে হেঁটে বাড়ী বাড়ী ঘুরা শেষ করে খেতে বসি। এ সময় শুনতে পাই রাস্তার ওপাশে নৌকা নৌকা করছে। পরে নাকি তারা আক্কাস ফকীরের বাড়ী হামলা করছিল। তবে আমরা সেখানে যাইও নাই এবং কী হয়েছে জানিও না। সেখান থেকে আমি সোজা বাড়ী চলে আসি।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।