ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী সদরের বসন্তপুরের ইটভাটাকে লাখ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-২২ ১৩:৩০:০০
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষ্মীপুর গ্রামের মেসার্স এবিসি ব্রিকস-২ নামক ইট ভাটাকে গতকাল ২২শে ডিসেম্বর ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষ্মীপুর গ্রামের মেসার্স এবিসি ব্রিকস-২ নামক একটি ইট ভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ২২শে ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯ লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিক প্রতাপ সাহাকে এই জরিমানা করা হয়।

  এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রাণী দাস এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জরিমানার পাশাপাশি ইটভাটার মালিককে অবৈধভাবে পরিচালনা না করার এবং অবৈধভাবে মাটির ব্যবহার বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ