রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা পাড়ের জেলেদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘জেলেদের সাথে একদিন’ নামক দিনব্যাপী অনুষ্ঠান।
গতকাল ২৫শে ডিসেম্বর বিকাল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন ও জেলেদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘লোনাজলের কাব্য’ প্রদর্শনসহ জেলেদের মধ্যে কম্বল-খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সময় ফাউন্ডেশনের আয়োজনে ও এসিআই মোটরস্ লিঃ-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ৫ শতাধিক জেলে অংশগ্রহণ করেন।
সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(সম্প্রসারণ অনুবিভাগ) মোঃ হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিএডিসি’র সদস্য পরিচালক(বীজ ও উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান, লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, অন্যান্য অতিথিদের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রারা টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও সময় ফাউন্ডেশনের পরিচালক রেজওয়ান শাহনেওয়াজ সুজিত প্রমুখ উপস্থিত ছিলেন।