ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-২৫ ১৪:৩৪:৪৬
শুভ বড়দিন উপলক্ষে রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে গতকাল ২৫শে ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও চার্চের পালক জেমস হালদারসহ অন্যান্য অতিথিরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন(ক্রিসমাস ডে) উদযাপিত হয়েছে।

  খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তাঁর অনুসারী-খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকে। 

  খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। 

  বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও গতকাল শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করে।

  শুভ বড়দিন উপলক্ষে গতকাল ২৫শে ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে কেক কেটে যিশু খ্রিস্টের ২০২১তম শুভ জন্মদিন উদযাপন করা হয়। 

  এ সময় অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, চার্চের পালক জেমস হালদার, সম্পাদক রবীন দে, উইলিয়াম কর্মকার, মনোজ বিশ্বাস, রবার্ট এন.কে পাল, শিউলী কর্মকার, বুলবুলি দে ও বেবী বিশ্বাসসহ অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে প্রার্থনা করা হয়। 

  অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বলেন, বড়দিন আমাদেরকে শান্তির কথা শেখায়-ভ্রাতৃত্বের কথা শেখায়। আমরা বাঙালীরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে নিজের মনে করে থাকি। আমরা একসাথে আনন্দ উপভোগ করে থাকি। শুভ বড়দিনে সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন করোনার মহামারী থেকে মানবজাতিকে মুক্তি দান করেন। একই সঙ্গে সবাইকে ইংরেজী নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি। 

  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বরিশালের খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় আমার বাড়ী। খ্রিস্টান মিশনারী একটি হাসপাতালে আমার জন্ম। প্রতিবেশীদের অনেকে খ্রিস্টান। খ্রিস্টান মিশনারী একটি স্কুলে আমার শিক্ষা জীবন শুরু। সে জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে আমার আত্মীক সম্পর্ক রয়েছে। যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিনে সকল খ্রিস্টান ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী দিনটি সকলের জন্য শুভ বার্তা নিয়ে আসুক-এই প্রত্যাশা রইলো।   

  উল্লেখ্য, শুভ বড়দিন উপলক্ষে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে একটি কেক উপহার দেয়া হয়। 

  এছাড়াও জেলা প্রশাসক দিলসাদ বেগম খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে চকলেট উপহার দেন।  

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ