বয়স একশ’র কাছাকাছি। হাঁটতে পারি না। মাজায় ব্যথা। সারাদিন বাড়ীতে শুয়ে-বসে থাকি। ইউনিয়নের নির্বাচন শুনে নাতনীকে বললাম ভোট দিতে যাবো। আর কয়দিনই বা বাঁচবো, জীবনের শেষ ভোটটা দিতে চাই। তাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে নাতনী ও ভাস্তির(ভাতিজী) সাথে ভোট দিতে আইছি।
গতকাল ২৬শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ধাওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে এসে এভাবেই আমতা আমতা করে কথাগুলো বলছিলেন শতবর্ষী ফতে বেগম। নাতনী রাবেয়া খাতুন ও ভাতিজী মর্জিনার কাঁধে ভর করে এসে ভোট দেন তিনি।
ফতে বেগম বলেন, অনেক কষ্ট করে নাতনীর কাঁধে ভর করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসছি। আর জীবনে ভোট দিবার পারবো কিনা জানি না। শরীরডা ভালা না। যে কোন সময় আল্লাহ্র ডাকে সাড়া দিয়ে চলে যাতি হবি। হাটবার পারি না বলে নাতনী আনবার চাইছিল না। জোর করে আইছি।
নাতনী রাবেয়া খাতুন বলেন, দাদীর বয়স একশ’র কাছাকাছি। ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটের কথা শুনে সে ভোট দিতে আসতে চাইলো। তাকে প্রথমে মানা (নিষেধ) করেছিলাম-ভোট দিতে যাওয়ার দরকার নাই। কিন্তু সে এক প্রকার বায়না শুরু করে ভোট দিতে যাবে। তাই তাকে ভোট কেন্দ্রে নিয়ে আসি।